Followers

Saturday 9 December 2017

বস-২ সিনেমার একটি সংলাপ প্রসঙ্গে আমার মতামত

জীৎ-শুভশ্রী অভিনিত ‘বস২’ বাংলা সিনেমার একটি গানের দৃশ্য নিয়ে ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছিল।

সমস্যা দেখাদিয়েছিল গানের লিরিক্স বা কথার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ খোলামেলা কস্টিউমে মহিলাদের নৃত্য নিয়ে। শেষ পর্যন্ত ‘বস২’ মুক্তি পেল এবং বর্তমানে প্রেক্ষাগৃহগুলিতে প্রদর্শিত হচ্ছে। তবে সিনেমাটির একটি সংলাপ দর্শকের কাছে ভুল বার্তা বহন করতে পারে বলে মনে হচ্ছে। ‘বস২’-এর একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র – আয়েশা। সিনেমায় আয়েশা তাঁর পিতা শাহনোয়াজ হোসেনকে বন্দুক তাক করে বলেন, আল্লাহ্ নাকি তাঁকে তাঁর মায়ের (হত্যার) প্রতিশোধ নেওয়ার দায়িত্ব দিয়েছেন, এবং আয়েশা তাঁর পিতাকে গুলি করে হত্যা করেন (প্রতিশোধ নেন)। প্রসঙ্গত, আল্লাহ্তায়ালা বলেন, ‘অন্যায়ের প্রাপ্য শুধু সম-পরিমাণ অন্যায়। তবে যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সমঝোতা করে সে আল্লাহর নিকট পুরস্কার প্রাপ্ত হবে। তিনি তো অত্যাচারীদেরকে পছন্দ করেন না।’ (সূরা শূরা, আয়াত: ৪০) অর্থাৎ, যদিও সম-পরিমাণ প্রতিশোধ নেওয়া জায়েয, তবুও ধৈর্য ধারণ করা উত্তম। মাথায় রাখা উচিত, এখানে ‘সম-পরিমাণ’ কথা বলা আছে। অর্থাৎ, বেশিতো নয়ই, কমও নয়। ধরুন, যদি কেউ আমাকে চার ঘা মারে, আমি তাকে দুই ঘাও মারব – এটা সম-পরিমাণ প্রতিশোধ হতে পারে কি? পারে না। আবার, চার ঘা-এর পরিবর্তে চার ঘা – তাও কি সম-পরিমাণ হবে? কিসের মাপকাঠিতে মাপবেন? আপাত দৃষ্টিতে সম-পরিমাণ মনে হলেও দুপক্ষের চার চার ঘা-এর ভার, বল, শক্তি কোন মাপকাঠিতে সমান হবে? আবার প্রথম ব্যক্তির মারা চার ঘা-এর ব্যাথা, কষ্ট, যন্ত্রণা, মন-মানসিক চাপ কিভাবে সম-পরিমাণ রিটার্ণ (ফেরত) দেবেন বা দেওয়া যাবে। তেমন মাপকাঠি কোথায়? এক্ষেত্রে মানুষের পক্ষে এমন সূক্ষ পরিমাণ নির্ণয় – কি আদৌ সম্ভব? সিনেমায়, স্বামী (শাহনোয়াজ) তাঁর স্ত্রীকে গুলিবিদ্ধ করে খুন করেন, প্রতিশোধে মেয়ে (আয়েশা) তাঁর পিতাকে (শাহনোয়াজ) গুলিবিদ্ধ করে খুন করেন। - এই দুটি ঘটনা কি সমান মনে হচ্ছে? তাছাড়া মৃত্যুর সময় স্ত্রীর (আয়েশার মা) যা কষ্ট হয়েছে, পিতার (আয়েশার পিতা)ও কি সম-পরিমাণ কষ্ট, যন্ত্রণা হয়েছে; সমান রক্ত ঝরেছে, সময়-কাল-স্থান-পাত্র কি সম ছিল? তবে ধৈর্য ধরাণ করে সুবিচার (বা প্রতিশোধের ভার) আল্লাহর কাছে প্রার্থণা করা উচিত। আর প্রয়োজনে অত্যাচারীদের পৃথিবীতে আইনের হাতে তুলে দিন, নিজে আইন হাতে তুলে নেবেন না। - এটা ইসলাম সমর্থিত। 


(আমার চিন্তা ভাবনায়) - হামিম হোসেন মণ্ডল

No comments:

Post a Comment