Followers

Wednesday 4 September 2013

'হা-মিম্' এর মহাত্ম্য

হা-মিম্ (হামিম) :- কেহ কেহ বলেন যে, ইহা আল্লাহ্ র বিশিষ্ট নাম। কেহ বলেন যে, ইহার অর্থ — " হাইউল কাইওম " চিরজীবি (চিরস্থায়ী)। আবার কেহ বলেন যে, ইহা রহমানুর রাহিম (পরম করুণাময়, অতিশয় দয়ালু) প্রভু আল্লাহ্। কোন কোন হাদীস শরীফে বর্ণিত আছে যে, হযরত রাসুল (সাঃ) বলিয়াছেন — 'হা-মিম্' আল্লাহর একটি নাম বিশেষ; তোমরা রাত্রিকালে শত্রুদ্বারা আক্রান্ত হইলে 'হা-মিম্' বলিয়া আহ্বান করিও, শত্রুরা কখনও তোমাদিগকে পরাস্ত করিতে পারিবে না। ইহা এক প্রকার দোয়া ও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা। (সূত্রঃ নেয়ামুল-কোরআন)

No comments:

Post a Comment