Followers

Friday 19 July 2013

• কিছু বেদনা ঝরা আত্মকথা •

• সকল উক্তিই যেন শান্তনা বাক্য। 
• উপদেশের একটা বৃহত্ অংশ কেবলই শান্তনার শব্দে ভরা। 
• পৃথিবীটা যেন নিছকই বিধাতার একটা নির্মম খেলাঘর। 
• একজনের সমস্যা অন্যজনের কাছে কেবলই অভিযোগের রূপ নেয়। 
• করো দক্ষতা অন্যের কাছে শুধুমাত্র প্রদর্শনী হয়ে দাড়ায়। 
• অন্যের দুঃখ, বেদনা, কষ্ট বোঝার সাধ্য কারইবা আছে! একমাত্র নিজ আত্মা আর পরমাত্মাই তা বোঝে। 
• অন্যের কমজোরিতে অট্টহাস্যের অভাব ঘটেনা। কেবল তাকে তার মতো করেই দুর্বলতাগুলি কাটাতে সৌভাতৃত্বের হাত বাড়ানোর সংখ্যা বিরল। 
• যার যা ভূমিকায় উল্ট প্রতিফলন থাকলে পরবর্তির ভূমিকা পালনে তা তীব্র বৈপরিত্বের সৃষ্টি করে ও তাকে যথেচ্ছ প্রভাবিত করে। 

— হামিম হোসেন মণ্ডল (বুলবুল)

No comments:

Post a Comment