Followers

Thursday, 6 June 2013

কাজী নজরুল ইসলামের মজার ঘটনা

একবার নজরুল গেছেন সিরাজগঞ্জে, আসাদউদ্দৌলা সিরাজীর বাসায়। খাওয়া দাওয়ার পর সবাইকে দই দেয়া হলো। কিন্তু সে দই আবার টকেগিয়েছিল। হয়তো দই একটু আগেভাগেই নিয়ে আসাতে এরকম হয়েছিল, নষ্ট হয়ে টক হয়ে গেছে। আর তা খেয়ে নজরুল কী বললেন জানো? আসাদউদ্দৌলার দিকে তাকিয়ে চোখে-মুখে অদ্ভূত ভঙ্গি করে বললেন- ‘তুমি কি এই দই তেতুঁল গাছ থেকে পেড়ে নিয়ে এলে নাকি?’ আর তা শুনে সবাই তো হেসেই খুন! আবার কবির এক বন্ধু ছিল, শৈলেন নাম। কবি তার কাছ থেকে কেবল চা খেতেন। আর প্রতিদিন শৈলেনের কাছ থেকে চা খাওয়ার জন্য নিত্যনতুন ফন্দি আঁটতেন। একদিন আর কোনো ফন্দি- ফিকিরনা পেয়ে কী করলেন; শৈলেনের কাছে গিয়ে বললেন, তুমি তো অনেক টাকা পাবে আমার কাছে, হিসেব করে রেখো, আপাতত দু পেয়ালা চা দাও। শৈলেন তো অবাক! এ আবার কেমন কথা! অনেক টাকা পাওয়ার সাথে দু পেয়ালা, মানে দুই কাপ চায়েরকী সম্পর্ক? সে চোখ কপালে তুলে জিজ্ঞাসা করলো, দু’ পেয়ালা কেন? কবি বললেন, আরে, লাখ পেয়ালা চা না খেলে তো টাকার হিসাবেঝামেল হবে । লাখ পেয়ালা হতে আমার এখনও দু পেয়ালা বাকি আছে। এমন কথার পর কোনো বন্ধু চা না খাইয়ে থাকতে পারে বল। << সংগৃহীত >>

No comments:

Post a Comment