♥ 'মেয়েরা অল্প কারণে কাঁদতে জানে এবং বিনা কারণে হাসতে পারে, কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে।'
♥ 'পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার পাশে থাকি কিন্তু তুমি জানোনা যে আমি তোমাকে কতটা ভালবাসি !!'
♥ 'পুরুষের বুদ্ধি খড়গের মতো;
শান বেশি না দিলেও কেবল ভারে
অনেক কাজ করতে পারে।
মেয়েদের বুদ্ধি কলমাটা ছুরির মতো ;
যতই ধার দাও না কেন,
তাতে বৃহত্ কাজ চলে না।'
♥ 'মেয়েদের সম্মান মেয়েদের কাছেই খুব কম।'
♥ 'পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মত
সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই।
প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে
তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই।
যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত
থেকে যায়,
কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন
পোড়ায়।'
♥ —ණ

No comments:
Post a Comment